Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ভূমি অফিস

অফিস পরিচিতি : কাকরকন্দি ইউনিয়ন কমপ্লেক্স ভবনের ২য় তলায় ইউনিয়ন ভূমি অফিসের একটি কক্ষ বরাদ্দ রয়েছে। কিন্তু অফিসটি এখনও উক্ত ইউনিয়নে স্থানান্ত্ররিত হয়নি। কাকরকান্দি ইউনিয়নের জনগন ভূমি বিষয়ক সকল সেবা উপজেলা ভূমি অফিসের মাধ্যমে গ্রহণ করছে। সপ্তাহে প্রতি বুধবার একজন কর্মকর্তা অত্র ইউনিয়ন পরিষদে অস্থায়ীভাবে অফিস করে আসছেন।  

                         কার্যক্রম

     (ক) অফিস প্রধান :   সহকারী কমিশনার (ভূমি)

                        নালিতাবাড়ী, শেরপুর।

২   (খ) অফিসের কার্যক্রম:  ক) ভূমি ব্যবস্থাপনা,

                            খ) সরকারী খাস, অর্পিত, পরিত্যক্ত জমির তালিকা/হিসাব সংরক্ষণ

                            গ) নামজারী জমাভাগ ও জমা একত্রী করণ।

                            ঘ) অর্পিত সম্পত্তির ইজারা নবায়ণ।

                            ঙ) কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।

                            চ) জল মহাল (২০ একরের নিম্নে) ব্যবস্থাপনা।

                            ছ) ভূমি উন্নয়নকর আদায় ও দাখিলা প্রদান।

৩)আওতাধীন অফিস সমূহ:  ক) বাঘবেড় কলসপাড় ইউনিয়ন ভূমি অফিস।

                                  খ) নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিস।

                                  গ) গোজাকুড়া ইউনিয়ন ভূমি অফিস।

                                  ঘ) যোগানিয়া ইউনিয়ন ভূমি অফিস।

                                  ঙ) রাজনগর ইউনিয়ন ভূমি অফিস।

                                  চ) নন্নী ইউনিয়ন ভূমি অফিস।

                                ছ) মন্ডলীয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস।

 

সেবা সমুহ :   নামজারী/জমাখারিজ, অর্পিত সম্পত্তি ইজারা প্রদান, কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়,

                 ভূমি সংক্রান্ত বিভিন্ন আপত্তি গ্রহন ও বিধি মোতাবেক নিষ্পত্তি করণ।

কি সেবা কিভাবে পাবেন

 

ক্র:

নং

সেবা সমুহ/ সেবারনাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম

সেবা

প্রদানের পদ্ধিতি

সেবা প্রাপ্তি প্রয়োজনীয় সময় ফি/ ট্রাষ্ট/ আনুসাংগিক

সংশ্লিষ্ট আইনকানুন/ বিধিবিধান (বাংলা)

মন্তব্য

ক.

নামজারী / জমা খারিজ

 

সহকারী কমিশনার (ভূমি)

নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত গ্রহণ করে রেজিঃ এ লিপিবদ্ধ করণ ও আবেদন কারীকে স্লিপ প্রদান

২৫০ টাকা

১৪৩ ধারা বিধান মতে ১১৬ ও ১১৭

আবেদনকারীর দাখিলকৃত কাগজ পত্র পরিক্ষান্তে নিদৃষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করণ।

খ.

অর্পিত সম্পত্তি ইজারা প্রদান

 

সহকারী কমিশনার (ভূমি)

-

১০ টাকা

দরখাস্ত গ্রহণ করে তদন্ত শেষে ইজারা গ্রহীতাকে DCR এর মাধ্যমে ইজারা নবায়ন করণ

 

গ.

কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান

সহকারী কমিশনার (ভূমি)

আবেদন গ্রহণ ও তদন্ত করে কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির অনুমোদন আয়ে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন পূর্বক কবুলিয় রেজিঃ করণ

-

১৯৯৭ সালের নীতি মালা অনুযায়ী

 

ঘ.

ভূমি উন্নয়ন কর আদায়

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

ভূমি উন্নয়ন করের দাবী অনুযায়ী আদায় করে তাৎক্ষণিক দাখিলা/ রশিদ প্রদান

-

-

 

ঙ.

ভূমি সংক্রান্ত বিভিন্ন আপত্তি গ্রহন।

সহকারী কমিশনার (ভূমি)

-

-