Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুতানাল পুকুর
স্থান
কাকরকান্দি ইউনিয়নের, নালিতাবাড়ী উপজেলা, শেরপুর জেলা।
কিভাবে যাওয়া যায়
নালিতাবাড়ী আড়াইআনী বাজার হতে সুতিয়ারপাড় বাজার হয়ে শালমারা রাস্তায় যাওয়া যায়। টেম্পু, অটোরিক্সা বা ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিস্তারিত

নালিতাবাড়ী উপজেলার অন্যতম ঐতিহাসিক দীঘি হলো কমলা রাণীর দীঘী বা বিরহীনি দীঘি। খৃস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে মধ্যমকুড়া গ্রামে সশাল নামে এক গারো রাজত্ব করতেন। তঁআর আমলেই এই দীঘী খনন করা হয়। পরিখার মতো দিঘিটি খনন করা হয়েছিল ১৮০ বিঘা জমির উপর। দীঘিমধ্যে ছোট্র ভূ-খন্ডের উপর একটি সুন্দর ঘর ছিল সেখানে রাজা রাত্রি যাপন করতেন। ডিঙ্গি নৌকায় চড়ে প্রতিরক্ষা বাহিনী চতুর্দিকে টহল দিত। কালক্রমে ভূ-খন্ডটি ধসে গেছে। রাজার শেষ বংশধর ছিলেন তঁআর রাণী বিরহীনি। এ দীঘিতে মৎস্য শিকারের জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে মৎস্য শিকারীরা আগমন করে থাকেন।